এ ভরা দুর্দিনে

।। মালেকা ফেরদৌস ।। তোমার আহ্বান এলো এক সন্ধ্যায় লেখার জন্য,পাখিরা ঘরে ফিরছিল, বারান্দার স্নিগ্ধ পুষ্পেরলাবণ্যের মত তোমার কন্ঠ রুমের অন্ধকারেকেঁপে উঠছিল, ‘কবিতাই দিতে পারে আত্মার আহার’। এ অন্ধকার সময়ে কি নিরুদ্বেগে তোমার নিঃশ্বাসেরতরঙ্গ বইছিল, হঠাৎ কেন বেদনার্ত হই আমি? বহু যুগের নিস্তবদ্ধতা এসে কণ্ঠ রুদ্ধ করে দেয়।তুমি ছিলে কি নির্মল স্বাভাবিক আকাশ যেমননিশ্চিন্ত নীল, … Continue reading এ ভরা দুর্দিনে